আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, নওগাঁ বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সংযুক্ত দপ্তর সমবায় অধিদপ্তরের বিসিএস সমবায় ক্যাডারের বাংলাদেশ সমবায় একাডেমি এর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত। পূর্বে নওগাঁ জেলার গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থল মুক্তির মোড় এলাকায় সমবায় বিভাগের নিজস্ব জায়গায় (বর্তমানে জেলা সমবায় অফিস) অবস্থিত ছিল। পরবর্তীতে ১৯৯৮ সালে একটি প্রকল্পের মাধ্যমে বর্তমান অবকাঠামো একটি দ্বি-তলা অফিস ভবন ও দ্বি-তলা হোস্টেল ভবন নির্মাণ করা হয়। অধ্যক্ষসহ ১৩ জন কর্মকর্তা-কর্মচারি। ২৫ জন প্রশিক্ষণার্থীর আবাসন সুবিধাসহ প্রশিক্ষণের উপযুক্ত পরিবেশ রয়েছে।
প্রতিষ্ঠানটি একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। নিজস্ব প্রশিক্ষণ কার্যক্রম রয়েছে। ২০১৮-১৯ সালের বার্ষিক প্রশিক্ষণ পুঞ্জিকা মোতাবেক ২৮টি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। কোর্সগুলির মধ্যে ৫টি কোর্স সমবায় অফিসারদের জন্য এবং ২৪টি কোর্স সমবায় সদস্যদের জন্য। ২৪টি কোর্সের মধ্যে ১০টি ব্যবস্থাপনা প্রশিক্ষণ যার মধ্যে ৫টি কোর্স সমবায় ব্যবস্থাপনা কোর্স এবং ৫টি সমবায় হিসাব সংরক্ষণ কোর্স। অবশিষ্ট ১৪টি কোর্স সমবায় সদস্যদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ যার মধ্যে মহিলাদের জন্য ১০টি ( ব্লক-বাটিক-৪টি, ক্রিস্টাল শো’পিচ ৩টি, টেইলারিং ২টি, মাশরুম ১টি) এবং পুরুষদের জন্য ৪টি (প্লাম্বিং ২টি, ইলেক্ট্রিক্যাল ২টি) কোর্স অনুষ্ঠিত হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS