আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, নওগাঁ বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সংযুক্ত দপ্তর সমবায় অধিদপ্তরের বিসিএস সমবায় ক্যাডারের বাংলাদেশ সমবায় একাডেমি এর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত। পূর্বে নওগাঁ জেলার গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থল মুক্তির মোড় এলাকায় সমবায় বিভাগের নিজস্ব জায়গায় (বর্তমানে জেলা সমবায় অফিস) অবস্থিত ছিল। পরবর্তীতে ১৯৯৮ সালে একটি প্রকল্পের মাধ্যমে বর্তমান অবকাঠামো একটি দ্বি-তলা অফিস ভবন ও দ্বি-তলা হোস্টেল ভবন নির্মাণ করা হয়। অধ্যক্ষসহ ১৩ জন কর্মকর্তা-কর্মচারি। ২৫ জন প্রশিক্ষণার্থীর আবাসন সুবিধাসহ প্রশিক্ষণের উপযুক্ত পরিবেশ রয়েছে। রাজশাহী বিভাগের পাবনা ব্যতীত অপর ৭ টি জেলা (সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ) নিয়ে এর কার্যক্রম। এ ৭টি জেলার সমবায় বিভাগের কর্মকর্তা এবং সমবায়ীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। মাঠ পর্যায়ের সহকারি পরিদর্শকগণের জন্য অফিস ব্যবস্থাপনা কোর্স এবং অডিটিং কোর্স করানো হয় এবং অফিস সহকারিদের জন্য অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণের আয়োজন করা হয়। অফিস সহায়কদের স্টাফ উন্নয়ন কোর্স করা হয়। সমবায়ীদের জন্য দু্-ধরনের কোর্স ১, সমবায় নেতৃবৃন্দের জন্য ২. সাধারণ সমবায় সদস্যদের জন্য। সমবায় নেতৃবৃন্দের জন্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স এবং হিসাব সংরক্ষণ কোর্স করা হয়। অপর দিকে সমবায় সদস্যদের জন্য আয়বর্ধনমূলক (পেশা-বৃত্তিক) প্রশিক্ষণ করানো। মহিলাদের জন্য ব্লক-বাটিক, ক্রীস্টাল শো’পিস তৈরি, সেলাই প্রশিক্ষণ এবং পুরুষদের জন্য প্লাম্বিং, ইলেকট্রিক, মাশরুম চাষ ইত্যাদি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS