Wellcome to National Portal
Main Comtent Skiped

আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, নওগাঁ এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগত। এটি একটি সরকারি সমবায় প্রশিক্ষণ প্রতিষ্ঠান।


Recent Acitivities

প্রতিষ্ঠানটি একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। অত্র প্রতিষ্ঠানের নিজস্ব প্রশিক্ষণ কার্যক্রম রয়েছে। ২০২৩-২০২৪ সালের বার্ষিক প্রশিক্ষণ পুঞ্জিকা মোতাবেক ২৫টি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। কোর্সসমূহের মধ্যে ৫টি কোর্স সমবায় অফিসারদের জন্য এবং ২০টি কোর্স সমবায় সদস্যদের জন্য। তন্মধ্যে সমবায় অডিটিং কোর্স-২টি, সমবায় আইন ও বিধি সংক্রান্ত-১টি, আধূনিক অফিস ব্যবস্থাপনা সংক্রান্ত-২টি, সমবায় সমিতির হিসাব ও নিরীক্ষা সংক্রান্ত-৩টি, আইজিএ ব্লক বাটিক-৩টি, আইজিএ সেলাই-১টি, আইজিএ গাভী পালন-২টি, আইসিটি ও কম্পিউটার এপ্লিকেশন-৩টি, সমবায় সমিতি ব্যবস্থাপনা-৪টি, উদ্যোক্তা উন্নয়ন-৩টি, কম্পিউটার অপারেশন লে-৩(NSDA)-১টি কোর্স সম্পাদন করা হয়েছে। উক্ত প্রশিক্ষন কোর্সে মোট ৬২৪জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষন গ্রহণ করেছে।


এছাড়া ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রশিক্ষন বর্ষপুঞ্জি ২৫/০৬/২০২৪খ্রি. তারিখের ৪৯৪/১(১০) নম্বর স্মারক পত্রে অধ্যক্ষ(অতিরিক্ত নিবন্ধক), বাংলাদেশ সমবায় একাডেমী, কোটবাড়ী, কুমিল্লা মহোদয় কর্তৃক অনুমোদিত হয়েছে। উক্ত বর্ষপুঞ্জি মোতাবেক মোট ২৪টি প্রশিক্ষন কোর্স অনুমোদিত হয়েছে। যা ২০২৪-২৫ অর্থ বছরে উক্ত প্রশিক্ষন কোর্সসমূহ বাস্তবায়ন করা হবে।

প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য নানা মূখী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সীমানা প্রাচীর উচু করা হয়েছে। সীমানা প্রাচীর ঘেষে ভিতর দিকে ওয়াক ওয়ে তৈরি করা হয়েছে। হোস্টেল ও অফিস চত্বরের মাঝখানের আমবাগানের জাত উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ৮০টি গাছ প্রুনিং করে দেশী-বিদেশী উন্নত জাতের আমের কলম করা হয়েছে। পুকুর খনন করে মাছ চাষের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আম বাগানের মাঝে ২৫০ পেয়ারা গাছ লাগানো হয়েছে। মূল ফটক থেকে অফিসের সামনে দিয়ে নানা জাতের ফুলের গাছ লাগিয়ে ফুল বাগান করা হয়েছে।

সমবায়ী ও সমবায় কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের জন্য নিবেদিত প্রতিষ্ঠান