Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, নওগাঁ এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগত। এটি একটি সরকারি সমবায় প্রশিক্ষণ প্রতিষ্ঠান।


সাম্প্রতিক কর্মকান্ড

প্রতিষ্ঠানটি একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। নিজস্ব প্রশিক্ষণ কার্যক্রম রয়েছে। ২০১৮-১৯ সালের বার্ষিক প্রশিক্ষণ পুঞ্জিকা(সংশোধিত) মোতাবেক ৩৫টি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। কোর্সগুলির মধ্যে ৫টি কোর্স সমবায় অফিসারদের জন্য এবং ৩০টি কোর্স সমবায় সদস্যদের জন্য। ৩০টি কোর্সের মধ্যে ১৩টি ব্যবস্থাপনা প্রশিক্ষণ যার মধ্যে ৭টি কোর্স সমবায় ব্যবস্থাপনা কোর্স এবং ৬টি সমবায় হিসাব সংরক্ষণ কোর্স। অবশিষ্ট ১৭টি কোর্স সমবায় সদস্যদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ যার মধ্যে মহিলাদের জন্য ১৩টি ( ব্লক-বাটিক-৬টি, ক্রিস্টাল শো’পিচ ৪টি, টেইলারিং ২টি) এবং পুরুষদের জন্য ৪টি (প্লাম্বিং ২টি, ইলেক্ট্রিক্যাল ২টি, মাশরুম ১টি) কোর্স অনুষ্ঠিত হবে। ৩৫টি কোর্সে ২৫*৩৫=৮৭৫জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়াও একটি বাড়ী একটি খামার প্রকল্পের অর্থায়নে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য নানা মূখী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সীমানা প্রাচীর উচু করা হয়েছে। সীমানা প্রাচীর ঘেষে ভিতর দিকে ওয়াক ওয়ে তৈরি করা হয়েছে। হোস্টেল ও অফিস চত্বরের মাঝখানের আমবাগানের জাত উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ৮০টি গাছ প্রুনিং করে দেশী-বিদেশী উন্নত জাতের আমের কলম করা হয়েছে। পুকুর খনন করে মাছ চাষের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আম বাগানের মাঝে ২৫০ পেয়ারা গাছ লাগানো হয়েছে। মূল ফটক থেকে অফিসের সামনে দিয়ে নানা জাতের ফুলের গাছ লাগিয়ে ফুল বাগান করা হয়েছে।

সমবায়ী ও সমবায় কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের জন্য নিবেদিত প্রতিষ্ঠান