Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, নওগাঁ এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগত। এটি একটি সরকারি সমবায় প্রশিক্ষণ প্রতিষ্ঠান। 


ভবিষৎ পরিকল্পনা
  • ইনষ্টিটিউটের ভবিষৎ কর্মপরিকল্পনা:
  • প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি করা যাতে এক সাথে ৩টি কোর্স পরিচালনা করা যায়।
  • আম বাগানটি সর্বাধুনিক করা, যাতে সারা বছর বাগানে আম থাকে এবং উন্নত জাতের আম হয়।
  • সীমানা প্রাচীর ঘেষে যে লেকটি তৈরি হয়েছে তা সংস্কার করা।
  • উত্তর পাশের সীমানা প্রাচীর ঘেষে ওয়াক ওয়ে নির্মাণ করা।
  • গোলাপ বাগান ও ফুলের বাগান সম্প্রসারিত করা।
  • হোস্টেলের সামনে আধুনিক খেলার মাঠ তৈরি করা।
  • প্রশাসনিক ভবন ও হোষ্টেল ভবন শতভাগ সোলার পানেলের আওতাভূক্ত করা।
  • ইনষ্টিটিউটের সম্মুখে ডিসপ্লে বোর্ড স্থাপন করা।
  • প্রশাসনিক ভবন হতে হোষ্টেল ভবন পর্যন্ত টিনসেডসহ রাস্তা নির্মান অন্তে যাতায়াতের ব্যবস্থা করা।
  • ইনষ্টিটিউটের সীমানা প্রাচীর আংশিক উচুকরন করা।
  • আইসিটি ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম সম্প্রসারণ করা।
  • প্রাক্তন প্রশিক্ষণার্থীদের জন্য "Follow-up Program" ব্যবস্থা করা।
  • ক্যাম্পাস সবুজায়ন ও সৌর বিদ্যুৎ চালু করা।
  • প্রশিক্ষণ পর্যালোচনা সভা ও ফলাফল বিশ্লেষণ করা।
  • সঠিক মনিটরিং ও ফিডব্যাক ব্যবস্থার মাধ্যমে প্রশিক্ষনের উন্নয়ন করা।

এই কর্মপরিকল্পনার মাধ্যমে আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, নওগাঁ একটি আধুনিক, তথ্যভিত্তিক, দক্ষতা-নির্ভর প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এটি সমবায় আন্দোলনের বিকাশ ও সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

সমবায়ী ও সমবায় কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের জন্য নিবেদিত প্রতিষ্ঠান